odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

সামরিক স্থাপনায় হামলার আগে ইরানিদের সরে যেতে বলল ইসরাইল

odhikarpatra | প্রকাশিত: ২০ June ২০২৫ ০০:০১

odhikarpatra
প্রকাশিত: ২০ June ২০২৫ ০০:০১

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) ইরানের ‘সামরিক স্থাপনা’য় বৃহস্পতিবার ভোরে হামলার আগে দেশটির দু’টি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।


জেরুজালেম থেকে এএফপি জানায়, আইডিএফ এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ইরানের আরাক ও খোন্দাব গ্রামের বাসিন্দা, শ্রমিক ও আশপাশে অবস্থানরত সবাইকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। মানচিত্রে চিহ্নিত এলাকাগুলো লক্ষ্য করে শিগগিরই অভিযান চালানো হবে বলে সতর্ক করে তারা।

বার্তায় আরো বলা হয়, ইরানি শাসকগোষ্ঠীর ‘সামরিক স্থাপনায়’ হামলার আগে নাগরিকদের জীবন রক্ষায় এলাকাগুলো ফাঁকা করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সতর্কবার্তা আরবি ও ফারসি ভাষায় প্রকাশ করে আইডিএফ।



আপনার মূল্যবান মতামত দিন: