odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৩

odhikarpatra | প্রকাশিত: ২০ June ২০২৫ ২৩:১৭

odhikarpatra
প্রকাশিত: ২০ June ২০২৫ ২৩:১৭

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ জন ছিলেন একটি মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া সাধারণ মানুষ।

গাজা শহর থেকে এএফপি জানায়, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মেডিকেল সাপ্লাই বিভাগের পরিচালক মোহাম্মদ আল-মুগাইয়ের বলেন, আজ ভোর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরাইলি বোমা হামলায় এখন পর্যন্ত ৪৩ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে ২৬ জন মানবিক সহায়তা পাওয়ার অপেক্ষায় ছিলেন।

এর আগেও গাজায় ত্রাণ সংগ্রহকারীদের জড়ো হওয়া স্থানে বেশ কয়েকবার হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ফিলিস্তিনের অনেক সাধারণ মানুষ নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন: