odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি হল ও একটি ছাত্রীনিবাসে চীনা দূতাবাসের এলইডি টিভি প্রদান

odhikarpatra | প্রকাশিত: ২২ June ২০২৫ ২১:৪০

odhikarpatra
প্রকাশিত: ২২ June ২০২৫ ২১:৪০

চীন ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে চীনা দূতাবাসের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হল, একটি ছাত্রীনিবাস ও স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে এলইডি টেলিভিশন প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ তাঁর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের মধ্যে এই টেলিভিশনগুলো বিতরণ করেন।

এলইডি টেলিভিশন পাওয়া ছাত্রীনিবাস ও হলগুলো হলো, রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কবি সুফিয়া কামাল হল ও নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাস।

এসময় রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক রুমানা পারভীন এ্যানি, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক নাসরিন সুলতানা, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক এম এ কাউসার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলেয়া বেগম, কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. ছালমা নাছরীন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব বহু পুরোনো এবং অত্যন্ত সুদৃঢ়। সাম্প্রতিক সময়েও এ সম্পর্ক আরও দৃঢ়তর হয়েছে। বিভিন্ন সময় চীনের সরকারি কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। আমাদের দিক থেকেও চীন সফর করা হয়েছে। এই আন্তঃযোগাযোগের ফলে দুই দেশের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও গভীর হয়েছে।

তিনি আরও বলেন, গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আমরা তাদের প্রয়োজন বিবেচনায় ইন্টারন্যাশনাল হলে একটি আলাদা ব্লক স্থাপন করেছি।

উপাচার্য বলেন, সম্প্রতি ইউনান প্রদেশের গভর্নর ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি শিক্ষা প্রদর্শনীর আয়োজন করেছেন। চীন সরকারের আর্থিক সহায়তায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ছাত্রী হল নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে চীনা ভাষা কোর্সে অধ্যয়নরত ৫২ শিক্ষার্থীকে এ বছর কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয়েছে।

হলগুলোতে চীনা দূতাবাসের দেওয়া টেলিভিশন সরবরাহ এই সহযোগিতারই অংশ এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন: