odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট শান্ত

odhikarpatra | প্রকাশিত: ২৪ June ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ২৪ June ২০২৫ ২৩:৫৬

আগামীকাল থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার জন্য বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিট ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন টাইগার কোচ ফিল সিমন্স।

আজ কলম্বোয় সাংবাদিকদের সিমন্স বলেন, ‘দ্বিতীয় টেস্টে শান্ত খেলতে পারবেন। শান্ত খেলার জন্য ফিট এবং প্রস্তুত আছেন।’

গতকাল স্লিপ ক্যাচিং অনুশীলনের সময় আঙুলে ব্যাথা পান শান্ত। এরপর অনুশীলন সেশন মিস করেন তিনি।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত আঙুলে ব্যাথা পান শান্ত। গল টেস্টের আগে একই জায়গায় ব্যাথা পেয়েছিলেন তিনি।

আঙুলে ব্যাথা নিয়ে গল টেস্টে ব্যাট করেছিলেন এবং ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করে ম্যাচ সেরা হন এই বাঁ-হাতি ব্যাটার।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।



আপনার মূল্যবান মতামত দিন: