odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ডাকেটের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় ইংল্যান্ডের

odhikarpatra | প্রকাশিত: ২৫ June ২০২৫ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ২৫ June ২০২৫ ২৩:৪৪

ওপেনার বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করল ইংল্যান্ড। গতরাতে সিরিজের প্রথম টেস্টে ৩৭১ রানের টার্গেট স্পর্শ করে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পেল ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৭৮ রান তাড়া করে ভারতের বিপক্ষেই জয়ের রেকর্ড আছে ইংলিশদের।

হেডিংলিতে টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৭১ রানের টার্গেট ছুঁড়ে দেয় ভারত। দিন শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছিল ইংল্যান্ড। ম্যাচের পঞ্চম ও শেষ দিন ১০ উইকেট হাতে নিয়ে আরও ৩৫০ রান দরকার পড়ে ইংলিশদের।

উদ্বোধনী জুটিতে ১৮৮ রান যোগ করে ইংল্যান্ডকে জয়ের লড়াইয়ে রাখেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও ডাকেট। ৭টি চারে ৬৫ রান করা ক্রলিকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।

তিন নম্বরে নামা ওলি পোপকে ৮ রানে বোল্ড করে দ্বিতীয় উইকেটের দেখা পান কৃষ্ণা।

দলীয় ২৫৩ রানে ইংল্যান্ডের তৃতীয় ও চতুর্থ উইকেট শিকার করে ভারতকে ম্যাচে ফেরান পেসার শারদুল ঠাকুর। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে ডাকেট ১৪৯ রানে এবং হ্যারি ব্রুক খালি হাতে শারদুলের শিকার হন। ১৭০ বল খেলে ২১টি চার ও ১টি ছক্কা মারেন ডাকেট।

১৫ বছর পর টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সেঞ্চুরির নজির গড়লেন ডাকেট। সর্বশেষ এমন কীর্তি ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে করেছিলেন গড়েছিলেন অ্যালিস্টার কুক।

পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটিতে ইংল্যান্ডকে চাপমুক্ত করেন জো রুট ও অধিনায়ক বেন স্টোকস। ৩৩ রান করে স্টোকস যখন ফিরেন তখন জয় থেকে ৬৯ রান দূরে ইংল্যান্ড।

ষষ্ঠ উইকেটে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডকে অবিস্মরণীয় জয় এনে দেন রুট ও জেমি স্মিথ। দারুণ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র (২০২৫-২৭) শুরু করল ইংলিশরা। রুট ৫৩ ও স্মিথ ৪৪ রানে অপরাজিত ছিলেন।

টেস্টের শেষ দিনে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ল ইংল্যান্ড। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতেই টেস্টের শেষদিন ৪০৪ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া।

কৃষ্ণা ও শারদুল ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ডাকেট।

৩৫০ রানের বেশি টার্গেট দিয়ে এ নিয়ে দ্বিতীয়বার টেস্ট হারল ভারত। দু’বারই ইংল্যান্ডের কাছে হারের রেকর্ড টিম ইন্ডিয়ার।

এছাড়া এই টেস্টে আরও একটি লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে ভারত। এই টেস্টে পাঁচটি সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটাররা। দুই ইনিংসেই উইকেটরক্ষক ঋষভ পান্ত, এক ইনিংসে যশস্বী জয়সওয়াল-অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল সেঞ্চুরি করেন। টেস্টে ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম কোন দলের ব্যাটারদের পাঁচ সেঞ্চুরির পরও হারতে হল ম্যাচ।

আগামী ২ জুলাই থেকে এজবাষ্টনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।



আপনার মূল্যবান মতামত দিন: