odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শনিবার ইরানে শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের ‘ঐতিহাসিক’ জানাজা 

odhikarpatra | প্রকাশিত: ২৭ June ২০২৫ ২০:৪৮

odhikarpatra
প্রকাশিত: ২৭ June ২০২৫ ২০:৪৮

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের ঘটনায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের সম্মানে শনিবার তেহরানে ‘ঐতিহাসিক’ জানাজা ও শোকযাত্রার আয়োজন করতে যাচ্ছে ইরান।

তেহরান থেকে এএফপি জানায়, তেহরানের ইসলামি উন্নয়ন সমন্বয় পরিষদের প্রধান মোহসেন মাহমুদি শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আগামীকাল ইসলামি ইরান ও বিপ্লবের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে।’

জানাজার কর্মসূচি শুরু হবে তেহরানের স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১২টা ৩০ মিনিট) রাজধানীর কেন্দ্রে অবস্থিত ইনকিলাব (বিপ্লব) স্কয়ারে। সেখান থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে আজাদি (স্বাধীনতা) স্কয়ার পর্যন্ত শোকযাত্রা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আজাদি স্কয়ারে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর শহীদদের জানাজা সেই স্কয়ার পর্যন্ত অগ্রসর হবে।’

জানাজায় যাদের সম্মান জানানো হবে, তাদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষস্থানীয় জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইসরাইলি হামলায় তিনি, তার স্ত্রী ও মেয়েও নিহত হন। তার মেয়ে স্থানীয় একটি গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচিও একইসঙ্গে নিহত হন এবং তাকে তার স্ত্রীসহ সমাহিত করা হবে।

এছাড়া জানাজায় যাদের সম্মান জানানো হবে, তাদের মধ্যে চার নারী ও চার শিশু রয়েছেন।

উল্লেখ্য, ১৩ জুন ইসরাইল একতরফাভাবে ইরানে হামলা শুরু করে। তারো দাবি করে যে তারা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থামাতে চায়। যদিও তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরাইলি হামলায় আইআরজিসির অন্তত ৩০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন বাহিনীর প্রধান হোসেইন সালামি এবং মহাকাশ শাখার প্রধান আমির আলি হাজিজাদেহ, যিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্ব দিতেন।

তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ী শনিবারের জানাজায় উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তিনি এর আগে শীর্ষ রাষ্ট্রীয় ব্যক্তিদের জানাজায় অংশ নিয়েছেন, যেমন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ক্ষেত্রে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় ৪,৯০০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইরানে পাল্টা হামলায় ইসরাইলে ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: