odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ইরান যুদ্ধের পর জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরাইলকে সমর্থন

odhikarpatra | প্রকাশিত: ৩০ June ২০২৫ ০০:০১

odhikarpatra
প্রকাশিত: ৩০ June ২০২৫ ০০:০১

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট রোববার তেল আবিবের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শনকালে ইসরাইলের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। 

স্থানটি এই মাসের ১২ দিনের যুদ্ধের ধ্বংসস্তূপের অংশ।

বাত ইয়াম থেকে এএফপি  জানায়, ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর, এটি ছিল দেশটিতে একজন ঊর্ধ্বতন বিদেশি কর্মকর্তার প্রথম সফর। 

যুদ্ধ বিরতি ঘোষণার পর মঙ্গলবার দেশ দুটির মধ্যে যুদ্ধ শেষ হয়।

যুদ্ধ চলাকালে তেল আবিবের উপকূলীয় কেন্দ্রের দক্ষিণে বাত ইয়ামে ইরানের হামলায় তিন শিশুসহ নয় জন নিহত হয়। 

সেখানে ধ্বংসস্তুপের মাঝে বক্তব্য রাখতে গিয়ে ডব্রিন্ডট বলেন, ‘আমাদেরকে ইসরাইলের প্রতি সমর্থন আরও গভীর করতে হবে।’

ইসরাইল ১৩ জুন ইরানকে লক্ষ্য করে বোমা হামলা শুরু করে। ইসলামিক প্রজাতন্ত্রকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার  লক্ষ্যে এ হামলা চালিয়েছে বলে দাবি করে ইসরাইল। 

তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে আসছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জার্মান সফরকে ‘সংহতির’ নিদর্শন বলে অভিহিত করেছেন এবং ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

১৭ জুন কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্য করে ইসরাইল ‘আমাদের সকলের জন্য নোংরা কাজটি’ করেছে।

ইসরাইল স্বীকার করেছে যে, ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৮ জন নিহত হয়েছে।

তবে কঠোর মিডিয়া বিধিনিষেধের কারণে ক্ষতির প্রকৃত পরিমাণ কখনই জানা যাবে না।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরাইলি হামলায় ইরানে কমপক্ষে ৬২৭ জন বেসামরিক নাগরিক নিহত ও প্রায় ৪ হাজার ৯০০ জন আহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: