odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১২ 

odhikarpatra | প্রকাশিত: ৩০ June ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ June ২০২৫ ২৩:৫৬

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি রাসায়নিক কারখানায় সোমবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণে কারখানার বড় একটি অংশ ধসে পড়ে বলে জানিয়েছেন এক অগ্নিনির্বাপক কর্মকর্তা। 


নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা বি নাগেশ্বরা রাও বলেন, বিস্ফোরণে এখন পর্যন্ত আমরা ১২টি মরদেহ উদ্ধার করেছি। ধ্বংসস্তূপের নিচে এখনো তল্লাশি চলছে।

ভারতে এ ধরনের শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞরা এসব ঘটনার জন্য নিম্নমানের পরিকল্পনা এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে না মানার প্রবণতাকে দায়ী করছেন।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি বলেন, এত মানুষের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। 

রাজ্যের শ্রমমন্ত্রী বিবেক ভেঙ্কটস্বামী জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এর মধ্যে কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: