odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ July ২০২৫ ১৯:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ July ২০২৫ ১৯:৩৭

খাগড়াছড়িতে জেলার দীঘিনালা উপজেলায় আজ ব্যাটারি-চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় দেব রঞ্জন ত্রিপুরা (৪৫) নামের একজন যাত্রী নিহত হয়েছেন।


আজ বুধবার সকাল সোয়া ১০ টায় দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেব রঞ্জন ত্রিপুরা জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের রামরতন কারবারি পাড়ার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলতলী এলাকা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা বাবুছড়া যাচ্ছিল। পথিমধ্যে সোনামিয়া টিলা নামক স্থানে ঢালু এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে টিলার ঢাল বেয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রী দেব রঞ্জন ত্রিপুরা ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত গাড়ীর চালক মো. আক্তার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

অটোরিকশা উল্টে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: