odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গাজায় মানবিক সংকটের নিন্দা মেক্সিকোর প্রেসিডেন্টের

odhikarpatra | প্রকাশিত: ২৬ July ২০২৫ ২০:১৭

odhikarpatra
প্রকাশিত: ২৬ July ২০২৫ ২০:১৭

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী খাদ্য সংকটজনিত মানবিক বিপর্যয়ের তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম।

মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, বর্তমানে গাজা উপত্যকায় যা ঘটছে, অবশ্যই আমরা তার নিন্দা জানাই।

তিনি আরো বলেন, মেক্সিকো তার সব প্রচেষ্টা শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগাচ্ছে। 

গাজায় অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। হামাসের সঙ্গে যুদ্ধ চলা অবস্থায় গত মার্চে গাজায় ত্রাণ অবরোধ আরোপ করে ইসরাইল।

ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার সমাধান হিসেবে দুই রাষ্ট্র গঠনে মেক্সিকোর সমর্থন দেওয়ার কথা আবারো জানান প্রবীণ বামপন্থী এই রাজনীতিক।

২০১২ সালেই লাতিন আমেরিকার দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, গাজার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ কয়েক দিন ধরে খাবার পাচ্ছেন না।

এছাড়াও প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ ‘চরম খাদ্য সংকটের’ মুখোমুখি হওয়ার আশঙ্কায় রয়েছে বলে মত দিয়েছে জাতিসংঘের সংস্থাটি



আপনার মূল্যবান মতামত দিন: