odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজনের আহ্বান নাহিদ ইসলামের

odhikarpatra | প্রকাশিত: ২ August ২০২৫ ২১:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২ August ২০২৫ ২১:৩৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারকে জুলাই সনদের ভিত্তিতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তী জাতীয় সংসদ গঠিত হতে হবে। ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই  সাংবিধানিক স্বীকৃতি পেতে হবে।

আজ শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জুলাই সনদের বিষেয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সংস্কারের কাজ পুরোপুরি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। এটাকে আমরা স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদ নিয়ে একটি পরিষ্কার সিদ্ধান্তও নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের অধিকাংশ বিষয়েই ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে এবং আইনগত বৈধতা থাকলেই আমরা এতে স্বাক্ষর করব।

দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি জানান, আগামীকাল (রোববার) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসভায় ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ প্রকাশ করবে এনসিপি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে কেউ যদি অপব্যবহার করে, অসৎ উদ্দেশ্যে কাজে লাগায় বা দুর্নীতিতে লিপ্ত হয়, তাহলে তাকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: