odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আনোয়ারায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ২ August ২০২৫ ২২:০৮

odhikarpatra
প্রকাশিত: ২ August ২০২৫ ২২:০৮

চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে নাঈমা আকতার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার রাত ৩টার দিকে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

নাঈমা গ্রামের বক্সি মিয়াজি বাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসায় সে সপ্তম শ্রেণিতে পড়ত। 
জানা যায়, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে সাপ কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপের ছোবলে আহত নাঈমা নামের এক কিশোরীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: