odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পাগলিটা ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়ে মা হয়েছেন , বাবা হয়নি কেউ

odhikarpatra | প্রকাশিত: ৬ August ২০২৫ ০৩:৪৮

odhikarpatra
প্রকাশিত: ৬ August ২০২৫ ০৩:৪৮

নাম পরিচয়হীন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এক পাগলীর কোল জুড়ে এলো রাজপুত্রের মত দেখতে ফুটফুটে এক পুত্র সন্তান, মা হয়েছেন পাগলিটা কিন্তু বাবা হয়নি কেউ। এমনটাই ঘটেছে পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রে।

৪ঠা আগষ্ট সোমবার রাতে আমিনপুর থানাধীন শিবপুর আলুর কোল্ড স্টোর নামক স্থানে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন নাম পরিচয়হীন এক পাগলী।
এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পাগলীকে দ্রুত কাশিনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। গণসাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক আনজুম সরকার স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে দীর্ঘ সময় চেষ্টার পর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন ওই পাগলী। এ ঘটনার খবর পেয়ে পাগলী ও পুত্র সন্তানকে দেখতে গণস্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমান স্থানীয় উৎসব জনতা। ভোর হতে না হতেই বাচ্চাটি দত্তক নিতে ছুটে আসেন ২০/২২ জন নারী পুরুষ।
ঘটনার এক পর্যায় জোরপূর্বক বাচ্চাটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গণ স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক আনজুম সরকার আমিনপুর থানা পুলিশের সহযোগিতা চান। তাৎক্ষণিক আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাচ্চা দত্তক নিতে আসা সকলকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেন।
এ বিষয়ে গণসাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিক আনজুম সরকার বলেন পাগলীর বাচ্চা প্রসব করানোটা আমাদের কাছে খুব কষ্টসাধ্য আর চ্যালেঞ্জের বিষয় ছিল আমরা দীর্ঘ সময় চেষ্টার পর পুত্র সন্তান প্রসবের মধ্য দিয়ে নরমাল ডেলিভারি করতে সক্ষম হই। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে বলে জানান তিনি।

পাবনা থেকে শরিফুল ইসলামঃ-
০১৭৯৩৯২৮৮৪০



আপনার মূল্যবান মতামত দিন: