odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায়

ধারালো অস্ত্রের হামলায় আহত ৩ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক,

odhikarpatra | প্রকাশিত: ৭ August ২০২৫ ০১:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৭ August ২০২৫ ০১:৫৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বালুবাহী ড্রেজার চলাচলে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাসাইল ইউনিয়নের মলবি মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন - অহিদুল শিকদার (৪০), পিতা শাজাহান শিকদার; কাইয়ুম খান (৪৪), পিতা আব্দুল হাই খান; ও কাউসার খান (২০), পিতা কাইয়ুম খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার মধ্য দিয়ে নদী দিয়ে বালুবাহী ড্রেজার চলাচলের কারণে অনেকের বসতবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ বিরাজ করছিল। এলাকাবাসীর পক্ষে কাইয়ুম খান ও অহিদুল শিকদার ড্রেজার চলাচলে বাধা দেন। এ ঘটনার কিছুক্ষণ পরই সুমন ভূঁইয়া ও অপু নামের দু’জনের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে কাইয়ুম, তার ছেলে কাউসার ও প্রতিবেশী অহিদুলের ওপর হামলা চালায়।

আহত কাইয়ুম খানের স্ত্রী রিয়া বেগম বলেন, সুমন ভূঁইয়া ও অপু নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার স্বামী ও ছেলের উপর পরিকল্পিত হামলা চালায়। তারা আমার স্বামী, ছেলে এবং অহিদুলকে এলোপাতাড়ি কোপায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অহিদুলের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সেরু হাওলাদার বলেন, একসময় হামলাকারী ও ভুক্তভোগীরা এক গ্রুপে থাকলেও সম্প্রতি তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, মাটি ভরাট ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হন, বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ হামিদুল ইসলাম লিংকন
মোবাইলঃ ০১৯১২-৪৩৪৬৫৪
তারিখঃ ০৬-০৮-২০২৫ইং



আপনার মূল্যবান মতামত দিন: