odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ট্রেনের ধাক্কায় টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

odhikarpatra | প্রকাশিত: ৮ August ২০২৫ ২৩:২২

odhikarpatra
প্রকাশিত: ৮ August ২০২৫ ২৩:২২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার হাতিয়ায় রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় কালিহাতি থেকে আসা মোটরসাইকেলটি এলেঙ্গার দিকে যাওয়ার পথে হাতিয়া অরক্ষিত রেলক্রসিংয় পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তার লাশ নিয়ে গেছে। নিহতের পরিচয় নিশ্চিত করে তার বাড়িতে যোগাযোগ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: