odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

odhikarpatra | প্রকাশিত: ১৩ August ২০২৫ ০৬:০৩

odhikarpatra
প্রকাশিত: ১৩ August ২০২৫ ০৬:০৩

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ব্যাপারীচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২ টার দিকে গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কে পৌরশহরের খলসি মৌসুমি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্যবাহী একটি ট্রাক দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ থেকে আসছিল। তোর দিকে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটো রিক্সা গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে পথে খলসি মৌসুমী ফিলিং স্টেশনের সামনে অটো রিক্সাটির চাকা খুলে যায় এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে গিয়ে পড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন।

তারা আরো জানান, দুর্ঘটনায় আরো কয়েকজন বেশ গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধাে সহ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যত টিম। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

আশরাফুজ্জামান সরকার,

গাইবান্ধা:



আপনার মূল্যবান মতামত দিন: