odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য

odhikarpatra | প্রকাশিত: ১৬ August ২০২৫ ০৭:০১

odhikarpatra
প্রকাশিত: ১৬ August ২০২৫ ০৭:০১

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

তারিখ: ১৫ আগস্ট ২০২৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় যুবদল নেতা মো. সিপন গাজীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে সিপন গাজী একদল যুবকের সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। ভিডিওটি মঙ্গলবার (১২ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
স্থানীয়রা জানিয়েছেন, ইউপি সদস্য সিপন গাজী দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তার সহযোগী হিসেবে পরিচিত কামরুল ও আব্বাস নামে আরও দুই ব্যক্তি চরবিশ্বাস ইউনিয়নের চিহ্নিত মাদক বিক্রেতা বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান,
> “সিপন গাজী একজন জনপ্রতিনিধি হয়েও মাদক কারবারে জড়িত। তার মতো নেতাদের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। আমরা চাই দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. সিপন গাজীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,

> “এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এ ভিডিও বানানো হয়েছে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এটি সমাজে মাদকের বিরুদ্ধে চলমান আন্দোলনে বড় ধাক্কা হিসেবে দেখা যেতে পারে



আপনার মূল্যবান মতামত দিন: