odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আফগান অভিবাসী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ৭৬

odhikarpatra | প্রকাশিত: ২০ August ২০২৫ ১৪:৫০

odhikarpatra
প্রকাশিত: ২০ August ২০২৫ ১৪:৫০

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ইরান থেকে ফিরে আসা আফগান অভিবাসীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে ৭৬ জন নিহত হয়েছে। বুধবার একজন প্রাদেশিক কর্মকর্তা এ তথ্য জানান।

স্থানীয় পুলিশ ও একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গুজারা থেকে এএফপি জানায়, আফগানিস্তানের পশ্চিমে মঙ্গলবার গভীর রাতে  সম্প্রতি ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক এবং একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।প্রা

দেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাইদী এক বিবৃতিতে বলেছেন, ‘এই ঘটনায় দেশটির ৭৬ জন নাগরিক প্রাণ হারিয়েছেন ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।’হে

রাত প্রদেশের পুলিশ জানিয়েছে, গুজারা জেলার হেরাত নগরীর বাইরের একটি রাস্তায় বাসটির ‘অতিরিক্ত গতি এবং অবহেলার’ কারণে এ দুর্ঘটনা ঘটে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী এএফপিকে জানান, বাসটি সম্প্রতি ইরান থেকে ফিরে আসা আফগানদের বহন করে রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল।

সীমান্ত পারাপারের একটি স্থানের কথা উল্লেখ করে সাইদী বলেন, ‘সমস্ত যাত্রী ছিলেন অভিবাসী তারা ইসলাম কালা থেকে গাড়িতে উঠেছিলেন।’

লাখ লাখ অভিবাসীর দেশত্যাগে বাধ্য করার জন্য তেহরানের অভিযান শুরু করার পর সাম্প্রতিক ইরান থেকে বিপুল সংখ্যক আফগান দেশে ফিরে এসেছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ইরান ও পাকিস্তান থেকে কমপক্ষে ১৫ লাখ মানুষ আফগানিস্তানে ফিরে এসেছেন। এই দেশগুলো দীর্ঘদিন ধরে যুদ্ধ ও মানবিক সংকটের কারণে পালিয়ে আসা লাখ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে।

গুজারা জেলার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলও ওই দুর্ঘটনার শিকার হয়।
পুলিশ জানিয়েছে, বাসটির সঙ্গে প্রথমে মোটরসাইকেলের সংঘর্ষ হয় এবং পরে জ্বালানি বহনকারী ট্রাকটিকে ধাক্কা দিলে এতে আগুন লেগে যায়।

পুলিশ জানায়, তিনজন বাস যাত্রী বেঁচে গেছেন।

ট্রাকে থাকা দু’জন এবং মোটরসাইকেলে থাকা আরও দু’জনও নিহত হয়েছেন।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা বিরল নয়। দুর্বল সড়ক যোগাযোগ নেটওয়ার্ক, পাহাড়ি পথ এবং চালকদের অসতর্কতার জন্য প্রায়েই বড় দুর্ঘটনা ঘটে দেশটিতে। গত ডিসেম্বরে একটি জ্বালানি ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন



আপনার মূল্যবান মতামত দিন: