odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বরিশালে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা ও দুস্থদের মাঝে চেক বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ২২ August ২০২৫ ২২:১৮

odhikarpatra
প্রকাশিত: ২২ August ২০২৫ ২২:১৮

শুক্রবার বরিশালে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা ও দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়। ছবি: বাসস
বরিশাল, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক কর্মশালা ও দুস্থ শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, আজ শুক্রবার বিকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ কর্মশালা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন, সমন্বয় ও সংস্কার মন্ত্রিপরিষদ বিভাগ সচিব জাহেদা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার।

অনুষ্ঠানের শুরুতে শিশু শ্রম নিরসনে তারুণ্যের ভূমিকা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা কর্মশালার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। কর্মশালা শেষে ৫৭ জন দুস্থ শ্রমিকদের মাঝে সর্বোচ্চ ১ লাখ এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: