odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

প্রতারক অসীম চন্দ্র শীলের নানা অপকর্মে গলাচিপায় উত্তেজনা, থানায় অভিযোগ

odhikarpatra | প্রকাশিত: ২৩ August ২০২৫ ০০:১৫

odhikarpatra
প্রকাশিত: ২৩ August ২০২৫ ০০:১৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আদানী বাজারে অসীম টেলিকম ও মোবাইল সার্ভিসিং দোকানের মালিক অসীম চন্দ্র শীলের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী মোঃ মান্নান গাজী জানান, গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি অসীমের দোকানে যান পূর্বে কেনা একটি বৈদ্যুতিক বাল্ব ফেরত দিতে। ৮-৯ দিন ব্যবহারের পর বাল্বটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি ফেরত চান। এ নিয়ে কথা বলতেই অসীম উত্তেজিত হয়ে তাকে দোকানের ভিতরেই মারধর শুরু করে। মান্নান গাজীর চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এছাড়াও মান্নান গাজী অভিযোগ করেন, দুই মাস আগে তার সরকারি ভাতার টাকা (৭,৫০০ টাকা) অসীমের বিকাশ নম্বরে আসে। কিন্তু অসীম তাকে মাত্র ৩,৫০০ টাকা দিয়ে বাকিটা আত্মসাৎ করে।

স্থানীয় মোঃ কুদ্দুস মোল্লা জানান, “অসীম শুধু প্রতারক না, সে একজন বিকাশ হ্যাকার, ভয়ংকর চরিত্রের লোক। কয়েকদিন আগে সে একটি হত্যা মামলার আসামিও ছিল। রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে কেউ কিছু বলতে সাহস পায়নি।”

অসীম চন্দ্র শীল, পিতা মৃত কানাই চন্দ্র শীল, গ্রাম—ইছাদি, ওয়ার্ড ৬, গজালিয়া ইউনিয়ন, থানা—গলাচিপা। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে ভুক্তভোগী মান্নান গাজী জানান, তিনি গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুর রহমান জানান, “আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

এলাকাবাসী দ্রুত এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

 

মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালী



আপনার মূল্যবান মতামত দিন: