odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

ইসরাইলের সাথে যুক্ত ৬ সন্ত্রাসীকে হত্যা করেছে ইরান

odhikarpatra | প্রকাশিত: ২৪ August ২০২৫ ২৩:২৬

odhikarpatra
প্রকাশিত: ২৪ August ২০২৫ ২৩:২৬

ইরানের চিরশত্রু ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর ছয় জন জঙ্গিকে হত্যা করেছে ইরানি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী। 

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অশান্ত  এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে শনিবার ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম  জানিয়েছে।

ইরানের গোয়েন্দা সংস্থার বরাতে সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত এবং আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে অভিযানের সুনির্দিষ্ট স্থান বা সময় উল্লেখ করা হয়নি।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমানায় অবস্থিত সিস্তান-বেলুচিস্তান দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এসব গোষ্ঠীর মধ্যে মাদক চোরাচালানকারী ও বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছে।

ইরনা জানায়, অভিযানে লক্ষ্যবস্তু করা গোষ্ঠীটির ইহুদিবাদী প্রকৃতির প্রমাণ হিসেবে ‘নথি’ উদ্ধার করা হয়েছে। 
তাদের দাবি, ওই গোষ্ঠী ইরানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল।

প্রতিবেদনটির বরাত দিয়ে তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মূল অভিযান দলটি ছিল সাত জন অ-ইরানি সন্ত্রাসী নিয়ে গঠিত।

তবে তাদের জাতীয়তা উল্লেখ করা হয়নি।

গোলাগুলিতে ইরানের গোয়েন্দা সংস্থার দুই সদস্য এবং পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন বলে জানায় ইরনা।

ইরান নিয়মিতভাবেই ওই প্রদেশে প্রাণঘাতী হামলার খবর জানায় যেখানে পুলিশ ও ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়।

শুক্রবার তেহরান কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সুন্নি জঙ্গি গোষ্ঠী জাইশ আল-আদল (ন্যায়বিচারের সেনা) দাবি করে যে, তারা সিস্তান-বেলুচিস্তানে এক হামলায় পাঁচ পুলিশকে হত্যা করেছে।

রোববার ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনী একই প্রদেশে আরেক জঙ্গি গোষ্ঠী আনসার আল-ফুরকানের সাত সদস্যকে হত্যা করেছে।

শিয়া-অধ্যুষিত দেশ ইরানের অন্যতম দরিদ্র অঞ্চল সিস্তান-বেলুচিস্তানে সুন্নি মুসলিম বেলুচ জনগোষ্ঠীর বসবাস।



আপনার মূল্যবান মতামত দিন: