odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানের বাসাইলে

প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে বিক্রমপুর মডেল টাউন হাউজিং এর সুপারভাইজার আহত

odhikarpatra | প্রকাশিত: ২৬ August ২০২৫ ২১:১৩

odhikarpatra
প্রকাশিত: ২৬ August ২০২৫ ২১:১৩

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে জুনায়েদ সরদার (২৩) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে বাসাইল ইউনিয়নের কালারায়ের চর ব্রীজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ হাসনাবাদ থেকে সিরাজদিখান পরিবহনের একটি বাসে করে এসে কালারায়ের চর ব্রীজের সামনে নামে। এসময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা তিনজন ব্যক্তি এসে সেখানে থামে। একজন হেলমেট পরা ব্যক্তি জুনায়েদের কাধে হাত দেয়। পরে সে তার পায়ে ও পেটে ৩টি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে পাঠায়।

আহত জুনায়েদ সরদার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া গ্রামের জুয়েল সরকারের ছেলে। তিনি বিক্রমপুর মডেল টাউন হাউজিং প্রকল্পে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। পরিবারের সঙ্গে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় জননী টাওয়ারের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিন তিনি বিক্রমপুর মডেল টাউন হাউজিং এ অফিস করতেন।

ঘটনার সময় তিনি ঢাকা থেকে লোকাল বাসে করে নামার পর অফিসে যাওয়ার পথে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: