odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫

odhikarpatra | প্রকাশিত: ২৭ August ২০২৫ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ২৭ August ২০২৫ ২৩:৪১

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আজ বুধবার একটি বাস উল্টে কমপক্ষে ২৫ জন নিহত এবং আরো ২৭ জন আহত হয়েছে।

কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, ‘রাজধানী কাবুলের পার্শ্ববর্তী দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের দিকে যাওয়ার একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় ২৫ জন নিহত এবং আরো ২৭ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
আফগানিস্তানে দুর্বল অবকাঠামো, কয়েক দশকের সংঘাত, মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং সেগুলো তদারকির অভাবে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে।
গত মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক ডজনেরও বেশি শিশুসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে।
গত বছরের ডিসেম্বরে আফগানিস্তানের একটি মহাসড়কে দু’টি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: