odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভুটানের কাছে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে চাপের মুখে বাংলাদেশ

odhikarpatra | প্রকাশিত: ২৯ August ২০২৫ ২০:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২৯ August ২০২৫ ২০:৪৫

স্পোর্টস ডেস্ক | ২৯ আগস্ট ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করেছে বাংলাদেশ। শুক্রবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলের সমতায় থামে লাল-সবুজরা।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে মাঝমাঠ থেকে গড়ে ওঠা আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন পূর্ণিমা মারমা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে রক্ষণের ভুলে সমতায় ফেরে ভুটান। গোল করেন চোর্টেন জাংমো।

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ালেও আর কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত উভয় দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়।

এ ম্যাচের পর ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে আছে ভারত, তাদের সংগ্রহ ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট। দিনের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করবে ভারত। তবে ভারত হেরে গেলে টিকে থাকবে বাংলাদেশের শিরোপার আশা।

এদিকে ৫ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে ভুটান। নেপাল ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

আগামী ৩১ আগস্ট একই ভেন্যুতে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচই নির্ধারণ করতে পারে টুর্নামেন্টে লাল-সবুজদের ভাগ্য



আপনার মূল্যবান মতামত দিন: