odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
সিরীয় কুর্দিদের বিরুদ্ধে অভিযান জোরদারের অঙ্গীকার তুরস্কের

সিরীয় কুর্দিদের বিরুদ্ধে অভিযান জোরদারের অঙ্গীকার তুরস্কের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ March ২০১৮ ২৩:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ March ২০১৮ ২৩:২২

সিরীয় কুর্দিদের বিরুদ্ধে অভিযান জোরদারের অঙ্গীকার তুরস্কের

: তুরস্ক সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের দখলে থাকা আরো অনেক এলাকায় তাদের অভিযান জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তুর্কি সৈন্য ও মিত্র বাহিনী আফরিন নগরীর নিয়ন্ত্রণ নেয়ার পর তারা এ অঙ্গীকার করলো। আফরিনের নিয়ন্ত্রণ নেয়া ছিল কুর্দিদের বিরুদ্ধে একটি বড় আঘাত। খবর এএফপি’র।
তুর্কি নেতৃত্বাধীন বাহিনী প্রায় বিনা বাধায় আফরিন নগরীতে প্রবেশের একদিন পর প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেন, এখন সিরিয়ার উত্তরাঞ্চলের অন্য সব কুর্দি এলাকায় অভিযান চালানো হবে।
এ তুর্কি নেতা বলেন, ‘মানজিব, আয়িন আল-আরব, তাল আবিয়াদ, রাস আল-আয়িন ও কামিশলিসহ পুরো এ অঞ্চল কুর্দি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা এ সামরিক অভিযান অব্যাহত রাখবো।
সিরিয়ার গৃহযুদ্ধ এ সপ্তাহে আট বছরে পদার্পণ করেছে। বর্তমানে দেশটিতে দু’টি ফ্রন্ট আফরিন ও দামেস্কের উপকণ্ঠ পূর্ব গৌতায় প্রচন্ড যুদ্ধ চলছে। সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান হামলায় ১৫ শিশু নিহত হয়েছে।
আফরিন নগরীতে তুর্কি ও মিত্র বাহিনীর সৈন্যরা প্রবেশের সময় কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজে) তেমন কোন বাধা গড়ে তুলতে পারেনি।
এদিকে জাতিসংঘ জানায়, আফরিনে যুদ্ধে প্রায় ৯৮ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। সোমবার আন্তর্জাতিক রেডক্রস কমিটি গৃহহীন হয়ে পড়া এসব লোকজনের কাছে ত্রাণ পৌঁছানোর সুযোগ দেয়ার আহবান জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: