odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের

odhikarpatra | প্রকাশিত: ২ September ২০২৫ ১৭:১১

odhikarpatra
প্রকাশিত: ২ September ২০২৫ ১৭:১১

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ  নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। উইকেট বিবেচনায় আন্তর্জাতিক অঙ্গনে ডাচদের বিপক্ষে এটি সবচেয়ে বড় জয় বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে এক ম্যাচ বাকী রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল লিটন দাসের দল।

২০১০ সালে ওয়ানডে ফরম্যাটে নেদারল্যান্ডসের কাছে এক ম্যাচের সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ২০১২ সালে ডাচদের সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা। 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ২ ওভারে বিনা উইকেটে ১৪ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। তৃতীয় ওভারে প্রথম বোলিং আক্রমণে এসে জোড়া উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ওপেনার ম্যাক্স ও’ ডাউড ৮ ও তিন নম্বরে নামা তেজা নিদামানুরু গোল্ডেন ডাক মারেন। 
১৪ রানে ২ উইকেট পতনে পর জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার বিক্রমজিত সিং ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ১৮ বলে তাদের ২৩ রানের জুটিতে ৫ ওভার শেষে ৩৫ রান সংগ্রহ পায় নেদারল্যান্ডস। 
পাওয়ার প্লের শেষ ওভারে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ। ১৭ বলে ২৪ রান করা বিক্রমজিতকে শিকার করেন তাসকিন। 
দলের রান ৫০ পার করে মিড অনে পারভেজ হোসেনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন এডওয়ার্ডস। ৯ রান করে পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হন তিনি।
৫৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে এডওয়ার্ডস ফেরার পর ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। পেসার তানজিম হাসানের করা দশম ওভারের চতুর্থ বলে সাইফ হাসানের সরাসরি থ্রোতে ২ রানে রান আউট হন নোয়া ক্রোয়েস। পরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১২ রানে ফেরেন শারিজ আহমেদ। পরের ওভারে সিকান্দার জুলফিকারকে ২ রানে বোল্ড করেন মুস্তাফিজ।
৬৫ রানে ৭ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে নেদারল্যান্ডস। সেই শঙ্কা আরও বেড়ে যায় ৮১ রানে নবম  উইকেটের পতন হলে। 
কিন্তু শেষ উইকেট জুটিতে ১৮ বলে ২২ রান যোগ করে নেদারল্যান্ডসকে লজ্জার হাত থেকে রক্ষা করেন আরিয়ান দত্ত ও ড্যানিয়েল ডোরাম। ১৮তম ওভারের প্রথম বলে দলের রান ১শতে নেন তারা।
একই ওভারের তৃতীয় বলে স্পিনার মাহেদি হাসানের বলে বোল্ড হন আরিয়ান। এতে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। 
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান ডাচদের। 
৩ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩০ রান করেন আরিয়ান। ২ রানে অপরাজিত থাকেন ডোরাম। 
বল হাতে বাংলাদেশের নাসুম ২১ রানে ৩টি, তাসকিন ও মুস্তাফিজ ২টি করে এবং মাহেদি ও তানজিম ১টি করে উইকেট নেন। 
১০৪ রান তাড়া করতে নেমে ৩৩ বলে ৪০ রানের সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২১ বলে ২৩ রান অবদান রেখে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। 
এরপর দ্বিতীয় উইকেটে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস। অষ্টম ওভারে দলের রান ৫০-এ নেন তারা। 
দশম ওভারে ক্যাচ দিয়ে জীবন পান ২৮ রানে থাকা তানজিদ। জীবন পেয়ে ৩৯ বলে টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৪তম ওভারের প্রথম বলে চার মেরে বাংলাদেশের জয়ও নিশ্চিত করেন তানজিদ। 
৪টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন তানজিদ। ২ বাউন্ডারিতে ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন লিটন। দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তানজিদ ও লিটন। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাসুম। 
টি-টোয়েন্টি ফরম্যাটে এই নিয়ে টানা তৃতীয় সিরিজ জয় বাংলাদেশের। নিজেদের সর্বশেষ দুই সিরিজে শ্রীলংকা ও পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা।
আগামী ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।



আপনার মূল্যবান মতামত দিন: