odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

শাহবাগে ডিবি পরিচয়ে ডাকাতি, ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ৩ September ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৩ September ২০২৫ ২৩:৫৬

অধিকার পত্র ডটকম | ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে আটক করত এবং তল্লাশির নামে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী লুট করত। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, ডিবি লেখা জ্যাকেট, ওয়াকিটকি সদৃশ যন্ত্রপাতি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রের সদস্যরা মূলত রাতের বেলা রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় থাকত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: