odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

odhikarpatra | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৮

অধিকার পত্র ডটকম | নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:৩০

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বতঃস্ফূর্ত ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি দৃষ্টান্ত বা মডেল হতে পারে।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৩তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। জাতীয় নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা দেখা যাবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও যোগ করেন, “দীর্ঘদিন পর একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। ডাকসুর নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এর ইতিবাচক প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে।”

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে ডাকসুর ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের প্রশিক্ষণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

মাদক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশে মাদক জব্দের পরিমাণ বেড়েছে। মাদককে সমাজের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজকে রক্ষায় মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

এছাড়া ইলিশের প্রজনন কমে যাওয়া নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। মা ইলিশ ও জাটকা নিধন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি



আপনার মূল্যবান মতামত দিন: