
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ), ৮ সেপ্টেম্বর ২০২৫:
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে অবস্থিত পৃথিবী মিনি সুপার শপ-এর ম্যানেজার মোহাম্মদ রমজানকে ৭,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ করছিলেন।
,৭ সেপ্টেম্বর দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত থাকে।
আপনার মূল্যবান মতামত দিন: