
ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০২৫ – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী উমামা ফাতেমা নিজের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, “বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”
তথ্য অনুযায়ী, ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ৭,০৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১,৭৮৯ ভোট। উমামা ফাতেমার ঝুলিতে ছিল ১,৩১৬ ভোট।
উমামা ফাতেমার পোস্টে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের সময়কার পরিবেশে “চলিতেছে সার্কাস। কে কে দেখতেছেন?”। তার পোস্টে সকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় ১৫,০০০ রিঅ্যাকশন এবং ১,৯০০ মন্তব্য হয়েছে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯,৭৭৫ জন, যেখানে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে।
এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং উমামা ফাতেমা ও অন্যান্য শিক্ষার্থীরা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মত প্রকাশ করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: