odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

নেপালের প্রধানমন্ত্রী কোথায়? গোপন অবস্থান ঘিরে বাড়ছে জল্পনা-কল্পনা

odhikarpatra | প্রকাশিত: ১১ September ২০২৫ ০০:০০

odhikarpatra
প্রকাশিত: ১১ September ২০২৫ ০০:০০

অধিকার পত্র ডটকম।।

নেপালের রাজপথ এখনো উত্তাল। বিক্ষোভ, রক্তপাত আর অস্থিরতার মাঝেই সাধারণ মানুষের মুখে একটি প্রশ্ন—“প্রধানমন্ত্রী কোথায়?”। কয়েকদিন ধরে তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। রাজধানী কাঠমান্ডুর বাইরে অজ্ঞাত কোনো স্থানে তিনি অবস্থান করছেন বলে খবর ছড়িয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই নেপালের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকে বলছেন, এটি কেবল নিরাপত্তার জন্য নেওয়া পদক্ষেপ। আবার অন্যদের মতে, প্রধানমন্ত্রীর আড়ালে থাকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

রাজধানীর একজন তরুণ বিক্ষোভকারী জানান, “দেশ যখন এমন অস্থিরতার মধ্যে, তখন নেতাকে সামনে থেকে দায়িত্ব নিতে হবে। লুকিয়ে থাকা সমাধান নয়।”
অন্যদিকে সরকারের ঘনিষ্ঠ মহল অবশ্য আশ্বস্ত করেছে যে প্রধানমন্ত্রী নিরাপদে আছেন এবং প্রশাসনিক কার্যক্রমে যুক্ত আছেন।

তবে জনমনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— এই অস্থির সময়টায় প্রধানমন্ত্রী জনগণের সামনে দাঁড়াবেন কবে?



আপনার মূল্যবান মতামত দিন: