odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বর্জন ঘোষণা

odhikarpatra | প্রকাশিত: ১১ September ২০২৫ ১৬:৩৪

odhikarpatra
প্রকাশিত: ১১ September ২০২৫ ১৬:৩৪

জাকসু প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বিশাল অনিয়মের অভিযোগে ছাত্রদল বর্জনের ঘোষণা দিয়েছে। তারা দাবি করেছে, নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নানা ধরনের কারচুপি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহ-সভাপতি প্রার্থী শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক প্রার্থী তানজিলা হোসেন বৈশাখীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, তাজউদ্দীন হলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, ভোটার তালিকায় ছবি অনুপস্থিত ছিল, এবং ২১ নম্বর হলে স্বার্থান্বেষী গ্রুপের দ্বারা অশান্তি সৃষ্টি করা হয়েছে।

এছাড়া, জামায়াত সমর্থিত কোম্পানি সরবরাহ করা ওএমআর মেশিন ব্যবহার করা হয়েছে এবং মেয়েদের হলে একাধিকবার ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অভিযোগের ভিত্তিতে ছাত্রদল নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

ছাত্রদলের এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: