odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

জাকসু নির্বাচনে বিতর্ক: কমিশনার পদত্যাগ ও ভোট গণনার অভিযোগ

odhikarpatra | প্রকাশিত: ১২ September ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১২ September ২০২৫ ২৩:৫৪

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫ – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস (পুরুষ) পদপ্রার্থী ফেরদৌস আল হাসান অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফেরদৌস আল হাসান বলেন,

“নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একজন সদস্য পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগ প্রহসনমূলক এবং তার অভিযোগ ভিত্তিহীন।”

তিনি আরও জানান, ভোট চলাকালীন কিছু ত্রুটি থাকলেও ভোটাররা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে, যা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করছে।

ফেরদৌস আল হাসান অভিযোগ করেছেন, ভোট গণনার ক্ষেত্রে কমিশনের প্রস্তুতি ছিল না। ম্যানুয়ালি ভোট গণনার কারণে কেন্দ্রীয় সংসদের সব ভোট গণনা এখনও সম্পূর্ণ হয়নি।

এবার নির্বাচনে পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে ছাত্রদল, প্রগতিশীল শিক্ষার্থীদের ঐক্য, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদসহ কয়েকটি প্যানেল ভোট বর্জন করেছে।

জাকসু কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: