odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন: ফলাফল ঘোষণা, বিতর্ক ও দীর্ঘ গণনার কারণ

odhikarpatra | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৮

odhikarpatra
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। সহ-সভাপতি পদে আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম। ভোট গণনার দীর্ঘ সময় এবং শিক্ষকদের পদত্যাগসহ বিভিন্ন বিতর্ক নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন শেষে অবশেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু, আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম।

ভোট গ্রহণের মোট সংখ্যা ছিল ১১,৯১৯, যার মধ্যে ৮,০১৬ ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ ৬৭.৯ শতাংশ। ভোট গণনা ও ফলাফল ঘোষণার দীর্ঘ সময় এবং শিক্ষকদের পদত্যাগ, অনিয়ম-কারচুপির অভিযোগসহ বিভিন্ন বিতর্ক নির্বাচনের প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, “কিছু বিচ্যুতি থাকতে পারে, তবে ভোটে কোনো অনিয়ম হয়নি।” তবুও শিক্ষার্থীদের এক পক্ষের ভোট বর্জন, অন্য পক্ষের ফল প্রকাশের দাবি এবং এক শিক্ষকের মৃত্যু—সব মিলিয়ে এবারের জাকসু নির্বাচনকে ঘটনাবহুল করেছে।

৩৩ বছর পর অনুষ্ঠিত এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে আনন্দ, অন্যদিকে বিতর্ক ও প্রশ্নও বেড়েছে নির্বাচনের স্বচ্ছতা এবং প্রক্রিয়া নিয়ে।



আপনার মূল্যবান মতামত দিন: