odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

চাকসু নির্বাচন ঘিরে স্বতন্ত্র প্যানেলের প্রস্তুতি, বাগছাস নেতা স্থায়ীভাবে বহিষ্কার

odhikarpatra | প্রকাশিত: ১৫ September ২০২৫ ২২:১৬

odhikarpatra
প্রকাশিত: ১৫ September ২০২৫ ২২:১৬

সংবাদ প্রতিবেদন | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্যানেলের প্রস্তুতি নেওয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) তাদের কেন্দ্রীয় সংসদের সংগঠক আর এম রাশিদুল হক দিনারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।

রোববার রাতে বাগছাসের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান স্বাক্ষরিত বহিষ্কারাদেশে জানানো হয়, রাশিদুল হকের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের কারণে তাঁর সদস্যপদ বাতিল করা হয়েছে এবং সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাশিদুল হককে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি এবং সংগঠনের স্বার্থবিরোধী কার্যক্রম চালিয়ে গেছেন। এ কারণে গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কার নিয়ে আর এম রাশিদুল হক দিনার বলেন, তিনি চাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে হঠাৎ করেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, “ক্যাম্পাসে অনিয়ম ও সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কিছু নেতার ভূমিকার সমালোচনা করায় আমার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বাগছাসের আহ্বায়ক মুনতাসির আহমেদ জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ইতিমধ্যেই নানা আলোচনা চলছে। স্বতন্ত্র প্যানেলের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।



আপনার মূল্যবান মতামত দিন: