odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

সংস্কার প্রক্রিয়ার ৭০% বিষয়ে বিএনপির ঐক্যমত: মঈন খান

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২৫ ০০:০০

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২৫ ০০:০০

সংবাদ প্রতিবেদন

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫: জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় উত্থাপিত সংস্কার প্রক্রিয়ার ৬০ থেকে ৭০ শতাংশ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিমধ্যেই একমত হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক আলোচনায় তিনি এ বক্তব্য রাখেন।

মঈন খান বলেন, “আরও ১০ থেকে ২০টি বিষয়ে ভিন্নমত থাকতে পারে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা স্বাভাবিক। যদি আমরা বৈচিত্র্য মেনে না নেই, তাহলে গণতন্ত্র এগোবে না।”

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনগণের আস্থা রাখা প্রয়োজন। দেশের সব রাজনৈতিক দলই একমত হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ যাকে বেছে নেবে, তারাই সরকার গঠন করবে।

আলোচনায় সিজিএস সভাপতি জিল্লুর রহমান ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক, জ্বালানি বিশেষজ্ঞ, প্রাক্তন কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: