
অধিকার পত্র ডটকম
জুলাই অভ্যুত্থানের পর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাকিব ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, ২০২০ সালের ২৫ জুন শরীয়তপুরের জাজিরা থানার পূর্ব নাওডোবা গ্রামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করে বাবু ও তার সহযোগীরা। মুক্তিপণের টাকা না পেয়ে তারা ওই শিক্ষার্থীকে হত্যা করে নির্মাণাধীন রেলসেতুর পাশে মরদেহ মাটিচাপা দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয় এবং আদালত বাবুকে মৃত্যুদণ্ড দেন।
তিনি আরও জানান, ছাত্র–জনতার আন্দোলনের প্রেক্ষাপটে গত বছরের ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যায় বাবু। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় মামলা দায়ের করে।
গ্রেপ্তারের পর তাকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এটিইউ।
রাজধানীতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবু কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার জুলাই অভ্যুত্থানের পর
আপনার মূল্যবান মতামত দিন: