odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৪ জন, দু’জনের অবস্থা আশঙ্কাজনক

odhikarpatra | প্রকাশিত: ২০ September ২০২৫ ২০:০৭

odhikarpatra
প্রকাশিত: ২০ September ২০২৫ ২০:০৭

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ভয়াবহ এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


দগ্ধরা হলেন—মোহাম্মদ তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে ৯ বছরের তানভীর ও ৭ বছরের তাওহীদ। চিকিৎসকরা জানিয়েছেন, তুহিনের শরীরের ৪৭ শতাংশ ও তানভীরের ৪০ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা সংকটাপন্ন। তাওহীদের ৮ শতাংশ ও ইভার ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।


ইভা আক্তারের বোন ফারজানা আক্তার বলেন, “আমার বোনের পরিবার রাতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত দেড়টার দিকে বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। সবাই আগুনে পুড়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।”



আপনার মূল্যবান মতামত দিন: