odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়ায় মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ

Admin 1 | প্রকাশিত: ৭ March ২০১৭ ২১:০৪

Admin 1
প্রকাশিত: ৭ March ২০১৭ ২১:০৪

৪৮ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়ায় মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সোমবার উ. কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে এই খবর।
 
গত ১৩ ফেব্রুয়ারি উ. কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম খুন হন মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে। এই হত্যাকাণ্ডের তদন্তের জের ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধের সৃষ্টি হয়েছে।
 
সোমবার কেসিএনএতে প্রকাশিত সংবাদে বলা হয়, মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে পারসনা নন গ্রাটা ঘোষণা করা হল এবং রবিবার সকাল ১০টা থেকে শুরু করে ৪৮ ঘণ্টার মধ্যে উ. কোরিয়া ত্যাগের নির্দেশ দেয়া হল।
 
উল্লেখ্য, এই বিরোধের জের ধরে আগে মালয়েশিয়ায় উ. কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল।


আপনার মূল্যবান মতামত দিন: