odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

খুলনায় দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিএনপি নেতার আত্মহত্যা

odhikarpatra | প্রকাশিত: ২১ September ২০২৫ ১৮:১৫

odhikarpatra
প্রকাশিত: ২১ September ২০২৫ ১৮:১৫

খুলনা প্রতিনিধি | অধিকার পত্র ডটকম

খুলনার পাইকগাছায় দলীয় লাঞ্ছনার শিকার হয়ে মোশারফ হোসেন (পৌর বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক) আত্মহত্যা করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পৌর বিএনপির সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম রেজা লাকীর সমর্থন করেছিলেন। তবে নির্বাচনে লাকী পরাজিত হন। এর পরেই মোশারফকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা প্রকাশ্যে গালাগালি ও শারীরিক লাঞ্ছনার শিকার করেন। মানসিকভাবে ভেঙে পড়া মোশারফ শুক্রবার ভোরে কীটনাশক পান করেন। অবস্থার অবনতি হলে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার বিকেলে তার মৃত্যু হয়।

স্বজন ও স্থানীয় নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলেও মোশারফ বিএনপির সঙ্গে অটল ছিলেন এবং নানা নির্যাতন সহ্য করেছেন। কিন্তু এবার নিজ দলের কর্মীদের হাতে অপমানিত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

মোশারফের ঘনিষ্ঠ বন্ধু সাইফুদ্দিন সুমন বলেন, “তিনি ছিলেন আবেগী ও দলপ্রেমী। প্রার্থী হেরে যাওয়ার কষ্টের সঙ্গে লাঞ্ছনার অপমান মেনে নিতে পারেননি।”

পাইকগাছা পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন, ভোটে ৫৯২ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচিত করেছেন। মোশারফ কার পক্ষে ছিলেন তা জানা না থাকলেও তিনি যে আত্মহত্যা করেছেন তা দুঃখজনক।

পাইকগাছা থানার তদন্ত পরিদর্শক ইদ্রিসুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: