odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২
অধিকারপত্রের ডকুমেন্টারি “অজানা বীরগাথা” (পর্ব-০২)-তে উঠে এসেছে আলীকদমের বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর কবীর-এর মুক্তিযুদ্ধের স্মৃতি। প্রশিক্ষণ, যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও স্বীকৃতিহীন জীবনের গল্প।

আলীকদমের বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর কবীর | অজানা বীরগাথা – মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস

odhikarpatra | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৭

অজানা বীরগাথা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের অজানাগল্প (Unsung Heroes: Untold Stories of Liberation War of Bangladesh) | অধিকারপত্র ডকুমেন্টারি এপিসোড 02

আলীকদমের বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর কবীর-এর মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর গল্প

সংবাদ প্রতিবেদন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ রক্ত, অশ্রু ও ত্যাগের এক অনন্য মহাকাব্য। কিন্তু সেই মহাকাব্যের পেছনে লুকিয়ে আছে অসংখ্য নাম-না-জানা কাহিনী। অধিকারপত্রের ডকুমেন্টারি সিরিজ অজানা বীরগাথা” সেই অজানা ইতিহাসকে সামনে নিয়ে আসছে। সিরিজের নতুন এপিসোডে উঠে এসেছে আলীকদমের বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর কবীর-এর জীবনের সংগ্রাম ও স্মৃতিচারণ।

১৯৪৬ সালে জন্ম নেওয়া শেখ জাহাঙ্গীর কবীর বাড়ি থেকে পালিয়ে মুজিব লিবারেশন ফোর্সে যোগ দেন। ভারতের প্রশিক্ষণ ক্যাম্প থেকে ফিরে এসে সরাসরি ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তিনি বলেন, যুদ্ধে গিয়েছি কোনো ভাতা কিংবা ভবিষ্যতের চাকরির আশায় নয়; গিয়েছি শুধু একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র একটি পতাকার জন্য।”

তাঁর স্মৃতিচারণে উঠে এসেছে প্রশিক্ষণ ক্যাম্পের কঠিন দিনগুলো, প্রথম অপারেশনের ভয়াবহ অভিজ্ঞতা, যুদ্ধক্ষেত্রে জীবন-মৃত্যুর অনিশ্চয়তা, এবং হারিয়ে যাওয়া সহযোদ্ধাদের গল্প। সেই দিনগুলোর ত্যাগ আর অশ্রুসিক্ত মুহূর্ত আজকের তরুণ প্রজন্মের জন্য এক অমূল্য অনুপ্রেরণা।

তবে ক্ষোভের সাথেই তিনি বলেন, যুদ্ধ করলেও আজও কোনো সরকারি স্বীকৃতি পাননি। একাধিকবার আবেদন করেও কর্তাব্যক্তিদের অনৈতিক দাবির কাছে নতিস্বীকার না করায় তিনি বঞ্চিত। তবুও তিনি আত্মমর্যাদা নিয়ে বেঁচে আছেন। তাঁর মতে, অনেক বীর মুক্তিযোদ্ধা একইভাবে ইতিহাসের আড়ালে পড়ে গেছেন, অথচ তাঁদের রক্তের বিনিময়েই এসেছে স্বাধীনতা।

অধিকারপত্রের ক্যামেরায় স্বয়ং অধিকারপত্রের সম্পাদক জনাব মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ এবং সাক্ষাৎকার গ্রহণ করেন অধিকারপ্লব হোসাইন ধারণ করেছেন এই সাক্ষাৎকার। ভিডিওতে ধরা পড়েছে এক বীর মুক্তিযোদ্ধার মুখে বলা অনুচ্চারিত ইতিহাস, যা শুধু ইতিহাস নয়—আজকের বাংলাদেশকে বোঝার এক জীবন্ত দলিল।

সম্পূর্ণ ভিডিও ডকুমেন্টারিটি দেখতে চোখ রাখুন অধিকারপত্রের ইউটিউব চ্যানেলে



আপনার মূল্যবান মতামত দিন: