
নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম
ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৫:
সাভার উপজেলায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের লক্ষ্যে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পরিবেশ উপদেষ্টা বলেন, “আইন অমান্য করে যদি কোনো ইটভাটা চালু হয়, তবে সব সরকারি দপ্তরের সমন্বয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি পরিচালনা ও টায়ার পুড়িয়ে তেল উৎপাদনকারী পাইরোলাইসিস কারখানা বন্ধে প্রয়োজন হলে রাতের বেলাতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। একইসঙ্গে নির্মাণসামগ্রী খোলা জায়গায় রাখা বা পরিবহন করা হলে জরিমানা ও মালামাল জব্দের নির্দেশনা কার্যকর করা হবে।
গণসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জনগণকে সচেতন করতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “সবাই মিলে কাজ করলে ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়ন সম্ভব হবে এবং সুস্থ জীবনের জন্য ক্ষতিগ্রস্ত আয়ুষ্কাল পুনরুদ্ধার করা যাবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি। এছাড়া ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: