odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

যবিপ্রবি শিক্ষার্থী আশিকুল হক অন্তু অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে আটক

odhikarpatra | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪১

নিজস্ব প্রতিবেদক │ অধিকার পত্র ডটকম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) আটককৃত অন্তুকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আমতলী গ্রামের বাসিন্দা এনামুল হকের ছেলে।

ডিবি পুলিশ জানায়, অন্তু একজন অবৈধ এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করতেন। তার মোবাইল ফোনের লেনদেন ও ট্রানজেকশন বিশ্লেষণে বিষয়টি স্পষ্ট হয়েছে। এছাড়া তিনি ‘আরমান খান’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করতেন।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুড়ামনকাটি বাজারে অভিযান চালানো হয়। এ সময় অন্তুসহ কয়েকজন ডিভাইসের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশ নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়, তবে অন্তুকে আটক করা সম্ভব হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এএসআই আজহারুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অন্তু ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

যবিপ্রবি সূত্রে জানা যায়, আশিকুল হক অন্তু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পূর্বে শহিদ মশিউর রহমান হল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।


???? এসইও কীওয়ার্ড: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যবিপ্রবি শিক্ষার্থী আটক, অনলাইন জুয়া, আশিকুল হক অন্তু, ডিবি পুলিশ যশোর, জুয়া বিরোধী অভিযান, কোতোয়ালি থানা মামলা


আপনি কি চান আমি এই নিউজটির জন্য সংক্ষিপ্ত লিড (২-৩ লাইনের আকর্ষণীয় ভূমিকা) তৈরি করে দিই যাতে গুগল নিউজে আরও বেশি পাঠক আকৃষ্ট হয়?



আপনার মূল্যবান মতামত দিন: