odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
ন্যাটো আকাশ প্রতিরক্ষা জোরদারে ‘ইস্টার্ন সেন্ট্রি’ মিশনে যুক্তরাজ্যের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে। পোল্যান্ডে আকাশ সুরক্ষায় ব্রিটিশ বাহিনীর ভূমিকা কৌশলগতভাবে কেন গুরুত্বপূর্ণ তা জানুন।

ইস্টার্ন সেন্ট্রি মিশন | পোল্যান্ডে ন্যাটোর আকাশ প্রতিরক্ষায় ব্রিটিশ অংশগ্রহণ

odhikarpatra | প্রকাশিত: ২৩ September ২০২৫ ১৪:০০

odhikarpatra
প্রকাশিত: ২৩ September ২০২৫ ১৪:০০

 

রাশিয়ার ড্রোন অনুপ্রবেশে উত্তেজনায় এবার ন্যাটোর প্রতিরক্ষা মিশনে যুক্ত হলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স (RAF) যুদ্ধবিমান। শুক্রবার রাতে যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের আরএএফ কনিংসবাই ঘাঁটি থেকে উড্ডয়ন করা টাইফুন যুদ্ধবিমানগুলো পোল্যান্ডের আকাশে টহল দেয়। এ অভিযানে তাদের সহায়তা করে একটি আরএএফ ভোয়েজার এয়ার-টু-এয়ার রিফুয়েলিং বিমান। শনিবার ভোরে তারা আবার যুক্তরাজ্যে ফিরে আসে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই অভিযান স্পষ্ট বার্তা দিয়েছে: ন্যাটোর আকাশসীমা রক্ষা করা হবে। আমি গর্বিত যে অসাধারণ ব্রিটিশ পাইলট ও ক্রুরা আমাদের মিত্রদের রক্ষায় এই সফল অভিযানে অংশ নিয়েছেন।

ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়, “ইস্টার্ন সেন্ট্রি” নামের এ মিশনটি ঘোষণা করা হয়েছিল গত ১০ সেপ্টেম্বর, যখন একদিনে রাশিয়ার ১৯টি ড্রোন পোল্যান্ডের আকাশে প্রবেশ করে। পোল্যান্ড তিনটি ড্রোন ভূপাতিত করে। এটি ন্যাটোর ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে সদস্যরাষ্ট্র সরাসরি রাশিয়ার ড্রোন মোকাবিলা করল। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সতর্ক করে বলেন, এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা খোলাখুলি সংঘাতের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছি। রোমানিয়াও ১৪ সেপ্টেম্বর জানায়, তাদের আকাশসীমায় একটি রুশ ড্রোন প্রবেশ করেছিল। এরপর গত শুক্রবার এস্তোনিয়া অভিযোগ করে, রাশিয়ার তিনটি যুদ্ধবিমান অনুমতি ছাড়া ১২ মিনিট ধরে তাদের আকাশে অবস্থান করেছে। এ অভিযোগ অবশ্য রাশিয়া অস্বীকার করেছে। রাশিয়ার কর্মকাণ্ডকে বেপরোয়া, বিপজ্জনক ও নজিরবিহীন উল্লেখ করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হিলি বলেন, আমরা যখন হুমকির মুখে পড়ি, তখন একসঙ্গে জবাব দিই। এই প্রেক্ষাপটে ন্যাটোর ধারা ৪ সক্রিয় হয়, যা সদস্য দেশগুলোকে নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে উত্তর আটলান্টিক কাউন্সিলে আলোচনা করার সুযোগ দেয়। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন পোলিশ পাইলটরা ব্রিটেনের আকাশ রক্ষায় আরএএফ-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন, আজও সেই ঐতিহাসিক বন্ধন নতুনভাবে দৃশ্যমান হলো। আরএএফ প্রধান মার্শাল হার্ভ স্মিথ বলেন, ন্যাটোর সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারিত্ব কখনো এত শক্তিশালী ছিল না। আমরা সবসময় প্রস্তুত আছি আকাশশক্তি প্রদর্শনের জন্য। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখিয়ে দিচ্ছে, রাশিয়ার যুদ্ধবিমান ও ড্রোন অনুপ্রবেশ ইউরোপে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করছে। আর ন্যাটো এ অবস্থায় ঐক্যবদ্ধভাবে প্রতিরক্ষা জোরদার করছে।

- বিশেষ প্রতিনিধি (Special National Correspondent) মোঃ সাইদুর রহমান (বাবু)



আপনার মূল্যবান মতামত দিন: