odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ২৩ September ২০২৫ ১৯:৫৫

odhikarpatra
প্রকাশিত: ২৩ September ২০২৫ ১৯:৫৫

 স্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত জেলা প্রেসক্লাব পটুয়াখালী-এর নতুন কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পেয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মো. মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মো. রিয়াজুর রহমান।

এছাড়া নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিনিয়র সাংবাদিক এ.জেড.এম উজ্জল (দৈনিক ঢাকা প্রতিদিন-এর বরিশাল ব্যুরো চিফ)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃ

সহ-সভাপতি:

মো. রাশিদ উদ্দিন (দৈনিক দেশবার্তা)

অ্যাড. রফিকুল ইসলাম (স্বদেশ বিচিত্রা)

মো. জামাল আকন (আজকের বার্তা)

পঙ্কজ গাঙ্গুলী (ভোরের সময়)
যুগ্ম সাধারণ সম্পাদক:
মো. মামুন হোসাইন (আমাদের মাতৃভূমি)

মো. কামরুজ্জামান রিপন (নিউজ ২১ ও বাংলা টিভি)

এ.কে.এম মাসুম মিয়া (আলোর জগৎ)

মো. নেছার উদ্দিন (বাংলাদেশ সমাচার)

সাংগঠনিক সম্পাদক:

মো. মজিবার হাওলাদার মাসুদ (আমাদের সকাল)
সহ-সাংগঠনিক সম্পাদক:

মো. রুহুল আমিন

মো. আলাউদ্দিন সিকদার

মো. আকবর আকন

দপ্তর সম্পাদক: মো. পারভেজ মাহমুদ, মো. নাসির উদ্দিন,দৈনিক লোকালয় নিউজ ২৪
অর্থ সম্পাদক: আব্দুর রহিম
প্রচার সম্পাদক: মো. মনিরুর ইসলাম
আইন বিষয়ক সম্পাদক: এ.কে.এম মাহফুজুর রহমান
ক্রীড়া সম্পাদক: মো. রাজন মাদবর
সাংস্কৃতিক সম্পাদক: কমল সরকার
সমাজকল্যাণ সম্পাদক: মাসুম বিল্লাহ
ধর্ম বিষয়ক সম্পাদক: সোহরাব মাস্টার
কার্যকরী সদস্য:
ইনামুর রহমান, মোসা. রুনু আক্তার, মো. আনোয়ার হোসেন, মো. হাচান, মো. রাসেল হাওলাদার

সাধারণ সদস্য: মোট ৫ জন

উক্তি ও প্রতিক্রিয়া:
নবনির্বাচিত উপদেষ্টা এ.জেড.এম উজ্জল বলেন,
> “দায়িত্ব ও নিষ্ঠার সাথে সবাইকে কাজ করতে হবে। মনে রাখতে হবে, সংগঠন কারো একার নয়—এটি সকলের।”
নির্বাচন কমিটির আহ্বায়ক মো. সরোয়ার হোসেন সানু জানান
> “সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত। নবনির্বাচিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

প্রসঙ্গত:

২০১৮ সালে প্রতিষ্ঠিত জেলা প্রেসক্লাব পটুয়াখালী শুরু থেকেই জেলার পেশাদার সংবাদকর্মীদের নিয়ে একটি স্বচ্ছ ও সক্রিয় সংগঠন হিসেবে দায়িত্ব পালন করে আসছে। নবগঠিত এই কমিটি আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ



আপনার মূল্যবান মতামত দিন: