
আন্তর্জাতিক ডেস্ক | অধিকার পত্র ডটকম
প্রকাশিত: ২৩সেপ্টেম্বর ২০২৫, বুধবার
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২১ জন বাংলাদেশিসহ মোট ৩৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।
স্থানীয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান এর প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের বিভিন্ন মার্কেট, হোটেল ও রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে অনেক বিদেশি ব্যবসায়ী পালিয়ে যায়, ফলে বহু স্টল ফাঁকা হয়ে পড়ে।
প্রথম অভিযানে ১২ জন আটক
কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, রাজধানীর লোরং হাজি তাইব এলাকায় অভিযান চালিয়ে একজন নারীসহ ১২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৮ জন বাংলাদেশি, ১ জন ভারতীয়, ১ জন পাকিস্তানি ও ২ জন ইন্দোনেশিয়ান। আটককৃতদের কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন অনুযায়ী মামলা চলছে।
হোটেল অভিযানেও আটক ২৬ জন
একইদিন দুপুরে রাজধানীর একটি হোটেলে অভিযান চালিয়ে আরও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ১২ জন ই
মালয়েশিয়া সরকার সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে। তাই প্রবাসী বাংলাদেশিদের বৈধ কাগজপত্র নিয়ে সেখানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মূল্যবান মতামত দিন: