
অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে পিএচইডি ও এমফিল শিক্ষার্থীদের ভোটার এবং প্রার্থী হওয়ার সুযোগ প্রদানের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকসহ ৯টি নতুন পদ সংযোজন এবং অর্থ সম্পাদক পদ বিলোপের জন্য নীতিমালা সংশোধনের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার ছাত্রদল শাখা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন ও রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিনকে লিখিতভাবে আবেদনপত্র প্রদান করে।
নতুন করে সংযোজনের দাবি করা ৯টি পদ হলো:
- স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
- বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক
- মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক
- সংস্কৃতিবিষয়ক সম্পাদক
- দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক
- আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক
- বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক
- পরিবেশ বিষয়ক সম্পাদক
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক
অর্থ সম্পাদক পদ বিলোপের প্রস্তাবের পেছনে কারণ হিসেবে ছাত্রদল নেতারা বলেন, কোষাধ্যক্ষ থাকায় অর্থ সম্পাদক একটি পুনরাবৃত্তিমূলক ও সাংঘর্ষিক পদ হয়ে উঠছে। এতে মর্যাদা এবং দ্বিমতের সুযোগ তৈরি হচ্ছে, যা প্রতিরোধ করা জরুরি।
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে নতুন ৯টি পদ সংযোজন অত্যন্ত জরুরি। বিশেষ করে সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন, আইন ও মানবাধিকার, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া জকসু কার্যকরভাবে কাজ করতে পারবে না। ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার জন্য ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’ পদও অপরিহার্য।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৭ সেপ্টেম্বর জকসু নির্বাচনের রূপরেখা প্রকাশ করে। আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
নতুন জকসু পদ জকসু নীতিমালা সংশোধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল জকসু নির্বাচন ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আপনার মূল্যবান মতামত দিন: