odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার

গভীর দুঃখ প্রকাশ করল অন্তর্বর্তী সরকার

odhikarpatra | প্রকাশিত: ২৪ September ২০২৫ ০৪:২৪

odhikarpatra
প্রকাশিত: ২৪ September ২০২৫ ০৪:২৪

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমর্থকরা এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার সঙ্গে জড়িত।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বিবৃতিতে বলেন, "এটি শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা সহিংস রাজনৈতিক সংস্কৃতির তিক্ত স্মারক। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর।"
সরকার আরও জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিলেও ভিসাজনিত জটিলতায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশকে অবহিত করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


ইতালি পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া নারী চক্রের হোতা গ্রেফতার
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ইতালি পাঠানো ও সরকারি চাকরির নামে শতাধিক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের নারী হোতা জোছনা খাতুনকে গ্রেফতার করেছে সিআইডি।
????️ সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, মঙ্গলবার বিকেলে রাজধানীর ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গেছে, ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার পর তাদের হাতে ভুয়া ভিসা ধরিয়ে দেওয়া হতো এবং অনেকের পাসপোর্ট আটকে রেখে হয়রানি করা হতো।
তিনি আরও জানান, চক্রটির নেটওয়ার্ক নড়াইল, ফরিদপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিস্তৃত। শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার লেনদেনের প্রমাণ মিলেছে। গ্রেফতারের পর জোছনা খাতুন প্রতারণার কথা স্বীকার করেছেন এবং তার মাদক কারবারে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে। তদন্ত ও অভিযান চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: