odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

যুব বেকারত্ব সবচেয়ে বড় চ্যালেঞ্জ: জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূস

odhikarpatra | প্রকাশিত: ২৫ September ২০২৫ ২৩:০১

odhikarpatra
প্রকাশিত: ২৫ September ২০২৫ ২৩:০১

অধিকার পত্র ডটকম | আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যুব বেকারত্ব এখনো বিশ্বব্যাপী সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তরুণরা পরিবর্তনের চালিকাশক্তি হলেও তারা বৈষম্য, সংঘাত, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল বিভাজনের প্রথম শিকার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় যুব কর্মপরিকল্পনার (World Programme of Action for Youth) ৩০ বছর পূর্তি উপলক্ষে, যার মূল প্রতিপাদ্য ছিল আন্তঃপ্রজন্ম সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক অগ্রগতি ত্বরান্বিত করা

ড. ইউনূস বলেন,

“বিশ্বের তরুণদের ন্যায্য সুযোগ, নিরাপদ পরিবেশ ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা দিতে হবে। আমি বিশ্বাস করি তারা নিজেদের জন্য, পৃথিবীর জন্য এবং ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে জাতীয় যুব উদ্যোক্তা নীতি গ্রহণ করা হয়েছে, যাতে তরুণরা শুধু চাকরিপ্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে উঠতে পারে। এজন্য অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ও বৈশ্বিক প্রতিশ্রুতি

প্রধান উপদেষ্টা জানান, সংস্কার কমিশনে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং জাতীয় নীতি প্রতিযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক পুনর্গঠনে তাদের কণ্ঠস্বরকে প্রতিফলিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘ যুব কৌশল ২০৩০, প্যাক্ট ফর দ্য ফিউচার এবং ইয়ুথ, পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডা-কে সমর্থন করছে।

 

ড. ইউনূস সতর্ক করে বলেন,

“কোনো দেশ একা যুব ক্ষমতায়ন নিশ্চিত করতে পারবে না। বৈশ্বিক সহযোগিতা ছাড়া ন্যায়বিচার ও আন্তঃপ্রজন্ম নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যথায় তরুণদের হতাশা দ্রুত অস্থিরতায় রূপ নিতে পারে।”



আপনার মূল্যবান মতামত দিন: