odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

odhikarpatra | প্রকাশিত: ২৫ September ২০২৫ ২৩:৪০

odhikarpatra
প্রকাশিত: ২৫ September ২০২৫ ২৩:৪০

রীয়তপুর, ২৫ সেপ্টেম্বর ২০২৫

 শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ রাতের আঁধারে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। গতকাল বুধবার রাতে ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে ঢাকা-শরীয়তপুর সড়কে মিছিল করে তারা। পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয় এবং পরবর্তীতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে স্লোগান দেন এবং অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে স্লোগান তোলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “অনেক দিন ধরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি চলছে, যা খুবই উদ্বেগজনক। পুলিশের দুর্বল অবস্থানের কারণেই তারা এ সুযোগ পাচ্ছে।”
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “আমরা খবর পেয়েছি, কিন্তু কোথায় ঘটনাটি ঘটেছে তা শনাক্ত করা যায়নি। ভিডিওটি নতুন নাকি পুরোনো সেটি যাচাই করা হচ্ছে।”



আপনার মূল্যবান মতামত দিন: